রাজধানীর দিয়াবাড়ী নামক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে আটক করেছে র্যাব-১। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে আটক কৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। রোববার (৩ মার্চ) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের পক্ষথেকে জানানো হয়, ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর দিয়াবাড়ী থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে বেলা ১১টায় কারওয়ানবাজারে অবস্থিত র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে।