সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে মানুষের দুই হাত-দুই পা ও একটি মাথা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে কাঠগড়ার পুকুরপাড় এলাকার সিদ্দিক মেম্বারের বাড়ির সামনের থেকে এগুলো উদ্ধার করা হয়।
আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, কাঠগড়া এলাকার একটি পরিত্যক্ত স্থানে হাত-পা ও মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এগুলো গত ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া মাথা ও হাত-পাবিহীন মরদেহের বাকি অংশ।
উল্লেখ্য, এর আগে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে গত ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে হাত-পা-মাথাবিহীন বস্তাবন্দি অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।