রাজধানীর বনানী আনসার ক্যাম্প সংলগ্ন গুলশান লেকে পড়ে সোহাগ নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে কিশোরটি লেকে পড়ে নিখোঁজ হয়। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
তেজগাঁও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ১০টার দিকে ঘটনাস্থলে পৌছায়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১০টা থেকেই উদ্ধারের কাজ করে যাচ্ছে। তবে নিখোঁজ কিশোরের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের সঙ্গে থাকা বন্ধুরা জানায়, রাত ৯টার দিকে ৩ বন্ধুকে সন্দেহ করে স্থানীয়রা ধাওয়া দেয়। ভয়ে পালাতে গিয়ে সোহাগ পানিতে পড়ে যায়।
সোহাগ পানিতে পড়ে যাওয়ার পর কয়েকবার চিৎকার করে। এর কিছুক্ষণ পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না।