নিজস্ব প্রতিনিধিঃ “আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রিয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শুক্রবার বিকেলে মিরপুরে কেন্দ্রীয় অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা। তিনি বলেন, নারীরা তাদের ঘরে এবং ঘরের বাইরে বিভিন্ন ক্ষেত্রে লাঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এসব রোধে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের জাগতে হবে। আমাদের দেশের নারীরা আজ বিশ্বজয় করছে, আকাশে বিমান উড়াচ্ছে, রেকর্ড গড়ছে, সুতরাং নারীরা পিছিয়ে নেই।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়ালীউল্লাহ্, পরিচালক সেলিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য শাহিন আলম, ছখিনা খাতুন নিশি, মহিবুর রহমান মিঠুন প্রমূখ।
আলোচনা শেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।