বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, থানা হবে সেবার কেন্দ্রবিন্দু, মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা; ভয়ের নয়। সেবা নিতে আসা মানুষদের দুঃখকষ্ট লাঘবে পুলিশের অবস্থান নিশ্চিত করতে হবে ওসি ও এসপিকে। নিরীহ লোকজনকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। নির্বিঘ্নে সেবা পেতে পুলিশকেই প্রমাণ করতে হবে তারা জনগণের বন্ধু।
বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক বলেন, বাংলাদেশে যেভাবে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করা হয়েছে, ঠিক সেভাবেই মাদকমুক্ত করা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গঠনে ভিশন-২০৪১ বাস্তবায়নে সচেষ্ট থাকবে পুলিশ। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে নবনির্মিত চন্দ্রগঞ্জ থানা ভবণ উদ্বোধন করেন তিনি। গণপূর্ত বিভাগের অর্থায়নে ৪ তলাবিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যায় হয় ২ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের ভূমিকা কী থাকবেÑ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক পুলিশ পেশাগত দায়িত্ব পালন করবে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি এসএম রোকন উদ্দিন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি।