রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয় সদস্য নিখোঁজ রয়েছেন।
দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ইঞ্চিনচালিত ওই নৌকার যাত্রী শাহজালাল (৩৫) ও মাঝি। তাদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তারা হলেন- উদ্ধার হওয়া যাত্রী শাহজালালের স্ত্রী শাহেদা, মেয়ে মীম, ছেলে মাহী, শাহজালালের ভাগ্নী জামশিদা, জামশিদার স্বামী দেলোয়ার হোসেন ও তাদের পাঁচ মাসের শিশুসন্তান জুনায়েদ।
উদ্ধার হওয়া যাত্রী শাহজালালের বাসা কামরাঙ্গীরচরে। পেশায় তিনি দর্জি।গ্রামের বাড়ি শরীয়তপুর যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচর থেকে নৌকায় ওঠেন শাহজালালসহ পরিবারের সাত সদস্য। রাত ১০টার দিকে নৌকাটি সদরঘাটে এসে পৌঁছায়। এ সময় লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশে সুরভী-৭ নামে একটি লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য ঘাট থেকে পেছন দিকে সরে। এতে পেছনে থাকা নৌকাটিতে ধাক্কা লাগে এবং সেখানে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।