টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের রাসেল মিয়া (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নগরবাড়ীতে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর পরিবারের দাবি, আজ সকালে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে বের হলে রাসেল তাকে পাশের জঙ্গলে নিয়ে যায়। এ সময় ধর্ষণের উদ্দেশ্যে ছাত্রীর জামা-কাপড় ছিঁড়ে ফেলেন। কিন্তু ধর্ষণ করতে না পেরে ছাত্রীর শরীরের বিভিন্নস্থানে কামড় দেন। এ সময় ছাত্রীর চিৎকার দিলে রাসেল পালিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলো রানী দাশ বলেন, ‘স্কুলছাত্রী ও তার মা কান্না করতে করতে আমাদের স্কুলে এসে ঘটনাটি জানিয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, যাতে এমন রকম ঘটনা আর কেউ ঘটাতে সাহস না পায়।’
স্কুল ছাত্রীর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার মেয়ের সঙ্গে এই ঘটনার বিচার চাই। এটি মীমাংসা করতে আমাদের ওপর চাপও দেওয়া হচ্ছে।’
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ বলেন, ‘আমি বিষয়টি অবগত নই। যদি এমন ঘটনা ঘটে থাকে তবে সেটা অত্যন্ত দুঃখজনক। সত্যতা পেলে যথাযথ শাস্তি হওয়া উচিত।’
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘স্কুল ছাত্রীর দাদা একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’