পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলায় রবিবার ভোট অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হবে শনিবার (৯ মার্চ)। শুক্রবার মধ্যরাত থেকে এসব এলাকায় প্রচার বন্ধ করার নির্দেশ অনুযায়ী শেষ করেন প্রার্থীরা ।
রবিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে এসব উপজেলায় আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। এখন ভোটগ্রহণের অপেক্ষা। এ ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ হবে।