শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ জামাল উদ্দিন নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
শনিবার সকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. নূর উদ্দিন মিলন।
তিনি বলেন, সকাল আটটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন জামাল উদ্দিন। এসময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তাকে নগরের একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে এক্স-রে করা হয়। যেখানে পায়ুপথে ধাতব পাতের অস্তিত্ব ধরা পড়ে।
পরে বিশেষ পদ্ধদিতে পায়ুপথ দিয়ে ছয়টি স্বর্ণের বার বের করা হয় বলে জানান নূর উদ্দিন মিলন।