কুমিল্লায় ক্রিকেট খেলার স্টাম্পের আঘাতে আহত কিশোর সাজ্জাতুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় স্থানীয় কিশোরদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় সাজ্জাতুলকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে গুরতর আহত করা হয়।
সাজ্জাতুল (১৬) নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাজ্জাতুলের সঙ্গে নগরীর চর্থা এলাকার বখাটে মো. ইউসুফের বাকবিতণ্ডা হয়। ইউসুফ হাতের ক্রিকেটের স্টাম্প দিয়ে সাজ্জাতুলের মাথায় আঘাত করে।
এ সময় সাজ্জাতুল অজ্ঞান হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানার পরিদর্শক আজিজুর রহমান জানান, সাজ্জাতুলের মৃত্যুর ঘটনাটি আমরা স্থানীয়ভাবে জেনেছি কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাসহ ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার করা হবে।