বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া অন্য সব পদে পুনর্নির্বাচন দাবি করছি। সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগের কেউ নির্বাচিত হবেন না। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পুনর্নির্বাচনের আন্দোলন চালিয়ে যাব।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজু ভাস্কর্যের সামনে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রশাসনের উদ্দেশে নুর বলেন, ছাত্রদের নিয়ে খেলবেন না। কারচুপি নির্বাচনের পরও আমি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। বাকি পদগুলোতে ছাত্রলীগ জেতেনি, তাদের জিতিয়ে দেওয়া হয়েছে। তাই পুনর্নির্বাচন দাবি করছি। ২৮ বছর পর ডাকসু নির্বাচন হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা করা হয়েছে। পুনর্নির্বাচনের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস–পরীক্ষা বর্জন থাকবে। অন্যদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
তিনি বলেন, আমাদের বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ গুজবের সংগঠন। তারা গুজবের জন্ম দেয়। প্রশাসন ছাত্রলীগের অপকর্মের সহযোগী।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য নির্বাচিত সহসভাপতি (ভিপি) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর এবং তার সমর্থকদের ওপর টিএসসিতে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন নুরুল হক নুর। হামলায় কয়েকজন আঘাত পান। তবে গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর সেখানে বক্তব্য রাখেন নুর।