সিলেটের কোম্পানীগঞ্জে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আমিন (২০)।
বুধবার (১৩ মার্চ) ভোরে কোম্পানীগঞ্জের দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বদরুল আমিন দরাকুল গ্রামের মমতাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বদরুল আমিন বাড়ি থেকে বের হয়। এরপর আর রাতে বাড়িতে ফেরেনি। বুধবার ফজরের নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে স্থানীয় লোকজন দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খালি জায়গায় বদরুলের গলাকাটা লাশ দেশে পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে পরিচিত কেউ এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।