বাংলাদেশকে এখন কেউ করুণার চোখে দেখে না; বাংলাদেশকে বিশ্ব এখন উন্নয়নের রোল মডেল হিসাবেই দ্যাখে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি কুমুদিনী ট্রস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এবার রণদা প্রসাদ পদকে ভূষিত হয়েছেন দেশবরেণ্য চার ব্যক্তি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পক্ষে মরণোত্তর পদক গ্রহণ করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও বিদ্রোহী কবির নাতনি খিলখিল কাজী। পদক পাওয়া অন্য দুই বিশিষ্ট ব্যক্তি হলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহবউদ্দিন ।
এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামসহ ১২টি প্রকল্পের উদ্বোধন ও ১৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী ।