মানিকগঞ্জে বাঁশ ঝাড় থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। নবজাতকটি সুস্থ রয়েছে। রোববার (১৭ মার্চ) ভোরে সদর উপজেলার দিঘী গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে তাকে উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, উপজেলার দিঘী গ্রামের একটি বাঁশ ঝাড়ে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান পুষ্প বেগম নামে এক গৃহবধূ। পরে তিনি ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। ছেলে নবজাতকটিকে দেখতে ভিড় করেন এলাকাবাসী।
কুড়িয়ে পাওয়া নবজাতকটিকে পুষ্প বেগমের জিম্মায় রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।