ads
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ১ বার পঠিত

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ওবায়দুল কাদেরের করোনারি আর্টারী বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তামিল বংশোদ্ভূত সিঙ্গাপুরের বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিভাথাসান কুমারাসোয়ামি এই অস্ত্রোপচার করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. এস এম মোস্তফা জামান এই তথ্য জানান।

তিনি জানান, ওবায়দুল কাদেরের হেমোডাইনামিক্যালি এখন আগের চেয়ে অনেক ভাল এবং বর্তমানে করোনারি কেনার ইউনিটে চিকিৎসাধীন। নিয়ম অনুযায়ী দুইদিন সিসিইউতে থাকার পর ছয়দিন কেবিনে রাখা হয়। সে অনুযায়ী আগামীকাল বা তার পরদিন কেবিনে আনা হতে পারে। তার মোট চারটি গ্রাফ্ট বসানো হয়েছে।

এদিকে, গত ৩ মার্চ সকাল ৭টায় ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন ওবায়দুল কাদের। তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

সিসিইউর ২ নম্বর বেডে লাইফসাপোর্টে চিকিৎসা দেয়া হয় তাকে। পর দিন সোমবার উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত দেয় ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত বিএসএমএমইউর মেডিকেল বোর্ড।

উল্লেখ্য, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার (১৬ মার্চ) সকালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফিরলে তাকে নিয়ে ব্রিজটি দেখতে যাবো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102