কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্লাসে অনুপস্থিত না হওয়ার কারণে শিক্ষকের হাতে বেদম পিটুনিতে হাত ভেঙেছে এক ছাত্রের। উসামা (১০) নামের ওই শিশু হরিণগাছি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। অভিযুক্ত শিক্ষক হাফেজ জমির উদ্দিন।
বর্তমানে ঐ ছাত্র দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে সে মাদ্রাসায় উপস্থিত হতে পারেনি বলে দাবি করেছে তার স্বজনরা।
জানা যায়, বেশ কিছুদিন অনুপস্থিত থাকার পর গত ১৬ মার্চ মাদ্রাসায় আসলে শিক্ষক হাফেজ জমির উদ্দিন তাকে পিটুনি দেন। এক পর্যায়ে উসামার বাম হাত ও ডান হাতের একটি আঙুল ভেঙ্গে যায়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় এক ইউপি সদস্য ও মাদ্রাসা কমিটির সদস্যরা সামান্য ঘটনা বলে বিষয়টি মিমাংসা করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার গণমাধ্যমকে জানান, এ ঘটনায় দোষী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।