গাইবান্ধায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিতার মা ঢাকায় পোশাক কারখানায় চাকুরি করায় চৌদ্দ বছরের ওই প্রতিবন্ধী শিশুটি গ্রামে নানীর সঙ্গে থাকতো। স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার পাশের বাড়ির রোজী আক্তার টিভি দেখার কথা বলে শিশুটিকে তার বাড়িতে ডেকে নেয়।
এসময় প্রতিবেশি আসাদুর শিশুটির হাত-পা বেঁধে মুখে ওড়না পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মামলা করতে গেলে স্থানীয় প্রভাবশালীরা মীমাংসার কথা বলে বাধা দিচ্ছে বলেও অভিযোগ স্বজনদের।
এদিকে, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার( ১৮ মার্চ) দুপুরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগীর একজন স্বজন বলেন, ‘গ্রামবাসীরা চান না ন্যায্য বিচার হোক। আমরা গরীব মানুষ তাই বিচার নাই। এই ঘটনার যেনো সুষ্ঠু বিচার হয়, আর যেনো এমন ঘটনা না ঘটে।’
গাইবান্ধা সদর থানা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুল হক শাহীন বলেন, ‘প্রাথমিক যে চিকিৎসা দরকার তা আমরা দিয়েছি।’
এদিকে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা বলেন, সারাদেশে কোন ভাবেই থামছেনা ধর্ষকদের ভয়াল ছোবল। এ মাসেই কুমিল্লায় শিশু ইলমাকে ধর্ষন ও হত্যা, লালমনিরহাটে চুলকাটার সেলুনে শিশুকে ধর্ষন। এসবের বিরদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ধর্ষকরা সমাজের শুত্রু, দেশের শুত্রু। আমাদের সংস্থার পক্ষ থেকে গাইবান্ধার এ ঘটনার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।