বাংলাদেশ ক্রিকেট দলের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান বিয়ে করছেন। গণমাধ্যমের কাছে বুধবার (২০ মার্চ) রাতে এ কথা জানিয়েছেন তিনি।
মোস্তাফিজের কনে শিমু তার মামাতো বোন। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। বিয়ের জন্য মোস্তাফিজের কেনাকাটাও শেষ হয়েছে।
এ বিষয়ে মোস্তাফিজ গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার আক্দ হবে, একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে। অনুষ্ঠান করব বিশ্বকাপের পর।’
মোস্তাফিজ বিয়ের উদ্দেশ্যে এরই মধ্যে ঢাকা ছেড়ে সাতক্ষীরায় পৌঁছেছেন। আর কনে আজ ঢাকা ছেড়ে যাবেন। পারিবারিক সূত্রটি এর বেশি কথা বলতে রাজি হননি। বিয়ে নিয়ে হইচই হোক তা মোস্তাফিজ চান না বলেই গোপন রাখা হয়েছে।