চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের সময় হামলায় পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো এক পুলিশ সদস্যসহ তিন জন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (২৪ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে ১৫ জনের একটি দল পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এসে কেন্দ্র দখল করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে তারা। এতে ফরহাদ হোসেন নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। আহত হন পুলিশের ইনস্পেক্টরসহ তিনজন।
পরে পুলিশ, র্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়। এদিকে গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে