ads
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

সোস্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার কর্মকর্তা গ্রাহকের একাউন্ট হ্যাক করে কোটি টাকা লুট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ১৬ বার পঠিত

রিপোর্টারঃ আর টি এন মিজানুর রহমান রাজু

সোস্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার এক কর্মকর্তা গ্রাহকদের একাউন্ট হ্যাক করে এক কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছে। ১৮ মার্চ সোমবার ফেনীর অারেকটি প্রতিষ্ঠান-ঢাকা ব্যাংকে গ্রাহকদের লুটের খবরে ১৭ মার্চ রোববার দুপুরে সোস্যাল ইসলামী ব্যাংকে বেশ কয়েকজন গ্রাহক তাদের ব্যাংক হিসেবে গড়মিল দেখে ক্ষোভ প্রকাশ করে লুট হওয়া টাকা ফেরত চায়।

এসময় উপস্থিত সাংবাদিকদের শাখার সহকারী ব্যবস্থাপক গোলাম কিবরিয়া ঘটনা স্বীকার করে জানান সাবেক ক্যাশ অফিসার হাসান মোহাম্মদ রাশেদ বেশ কয়েকজন গ্রাহকের একাউন্ট হ্যাক করে লুটে নিয়ে চট্রগ্রামেরর মিরসরাই ব্যাংকের বারইয়ার হাট শাখায় বদলি হয়েছে। এ ব্যাপারে সদর উপজেলার কাজির বাগ এলাকার প্রবাসী শাহ আলাম জানান, সোস্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখায় তিনি ও তার স্ত্রীর দুটি একাউন্ট আছে। শাহ আলামের নামে তার স্ত্রী ১৭ লাখ টাকা এফডিআর করেন।

অপরদিকে স্ত্রী রেজিয়া সুলতানা সেভিং একাউন্টে ২৭ লাখ টাকা আমানত রাখে। তবে সম্প্রতি ব্যাংকের দুটি একাউন্ট থেকে সব টাকা লোপাট হয়েছে বলে তিনি জানতে পেরে দেশে ফিরে আসেন। এরপর একাধিক বার ব্যাংকে ধর্ণা দিলেও ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোন সদুত্তোর দিতে পারেনি। বরং তাকে বেশ কয়েকবার হয়রানি করেছে। ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হোসেন আহমেদ রাসেল জানান, তার বাবা আবদুস সালামের একাউন্ট থেকে ৩৩ লাখ ৫ হাজার টাকা উত্তোলন করে লোপাট করেছে।

বিষয়টি জানতে পেরে ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা টাকা উত্তোলনের বিষয়ে কোন ডকুমেন্ট দেখাতে পারেনি। এদিকে ব্যাংকের ব্যবস্থাপক রেহানা আক্তারকে তার কক্ষে পাওয়া যায়নি। তবে গণমাধ্যম কর্মীরা তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

ফেনী শাখার অপারেশন অফিসার গোলাম কিরবিয়া জানান, তাদের শাখার সাবেক ক্যাশ অফিসার হাসান বেশ কিছু গ্রাহকের আমানতের টাকা তাদের একাউন্ট থেকে সরিয়ে নিয়েছেন সম্প্রতি এমন কয়েকজন গ্রাহক ব্যাংকে অভিযোগ করেছেন।বিষয়টি উদ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত চালাচ্ছে। প্রমান পেলে দ্রুত টাকা ফেরৎ দেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫১
  • ১৬:০৬
  • ১৭:৪৯
  • ১৯:০২
  • ৫:৪৯
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102