রাজধানীর সদরঘাটে এমভি ডান্ডা-২ নামে একটি যাত্রীবাহী লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরের দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, সদরঘাটের ঠিক বিপরীত পার্শ্বে অপেক্ষমান যাত্রীবাহী লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন দ্রুত নেভানো সম্ভব হয়।
আগুনের কারণ সম্পর্কে রাসেল শিকদার বলেন, লঞ্চটিতে মেরামতের (ওয়েল্ডিং) কাজ চলাকালে ওড়া ফুলকি থেকে আগুন ধরে যায়। তবে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।