নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ একতা সংঘের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ মার্চ মঙ্গলবার শেরপুর সদর উপজেলার মোবারকপুরস্থ সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়ে জাতীয় সংগীত আবৃতি ও শিশু-কিশোদের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি আরিফুর রহমান আকিব।
এ সময় উপস্থিত ছিলেন, আখের মামুদ বাজার যুব সমাজের সাধারণ সম্পাদক জিয়া সরকার, সদস্য আনোয়ার হোসেন, ইয়াসিন আলি, শামিম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।