রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৯ টি ইউনিট। এতে এখন পর্যন্ত হতাহতের ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২.৫০ মিনিটে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে। ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন।
সবাইকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা।
নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ঢাকা বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।