মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার মহেড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম দুলাল মিয়া। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গোনারপাড়া এলাকার ওয়ারেজ আলীর ছেলে। নিহত ওই যুবক ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় সজল মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৌঁছলে ছাদ থেকে পড়ে মারা যায়।