রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগিকাণ্ডের রেশ না কাটতেই শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটে মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। পাশাপাশি সেনাবাহিনীও যোগ দিয়েছেন।
শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু শংকা রয়েছে।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, রাজধানীর গুলশান-১ এ ডিসিসি মার্কেটে ভোরে আগুন লেগেছে। দয়াকরে দূর্ঘটনা কবলিত ওই এলাকা এড়িয়ে চলুন। যেন ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরী যানবাহন সহজেই যেতে পারে, এসব জরুরী যানবাহনের চলাচলে অসুবিধা যেন না হয়।
উল্লেখ্য, গেল বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। এতে ২৫ জন নিহত হন। আহত হন ৭৩ জন। না জানি গুলশানে কোন ট্র্যাজেডি অপেক্ষা করছে।