মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পতনঊষার মহিলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- একই এলাকার জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া (৮) ও মুন্নি (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা দুই বোন মাদরাসায় যাওয়ার পথে বৃষ্টি শুরু হয়। এ সময় মাদরাসার সামনে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।