গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে একটি বাড়ির ৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।পৌর এলাকার মুলাইদ গ্রামের মঞ্জুরুল ইসলামের বাড়িতে রোববার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির সবগুলো ঘরে। এতে আটটি ঘরের যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ। তিনি জানান, সকালে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মঞ্জুরুলের বাড়ির আটটি ঘরে আগুন ধরে যায়। এতে ঘরগুলোর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে সবাই ঘর থেকে বেরিয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।