শেরপুর প্রতিনিধি; শেরপুরের ঝিনাইগাতীতে রোববার সকালে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে মো. মিরাজ মিয়া নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শেরপুর-ঝিনাইগাতী সড়কের ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিরাজ মিয়া উপজেলার সারিকালি নগর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে।
রোববার সকাল ১০টার দিকে মিরাজ মিয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে সারিকালি নগর এলাকা থেকে ঝিনাইগাতী যাচ্ছিলেন। এ সময় শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে মিরাজ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার বলেন, পরিবারের আবেদনক্রমে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।