নিজস্ব প্রতিনিধি ; আজ ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে মানবাধিকার সংগঠন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি ।
আজ মঙ্গলবার দিবসটি উপলক্ষে সংস্থার কার্যলয়ে ” অটিজম কি, জানুন” বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সম্পদে পরিনত করার দায়িত্ব আমার,আপনার, আমাদের। অটিজম এক ধরনের জটিল নিউরোলজিক্যাল ডিজঅর্ডার বা স্নায়ুবৈকল্য- এটি জানা থাকলেও এর ধরন-ধারণ সম্পর্কে আমাদের তেমন জানা নেই। অটিজমে যেসব আচার-আচরণ, উপসর্গ ও প্রভাব দেখা যায় সে সম্পর্কেও আমরা কমই জানি। অটিজমের মতো অপেক্ষাকৃত নতুন একটি বিষয়ে নিজেকে সজাগ ও সময়োপযোগী করার জন্য সচেতনতার বিকল্প নেই।
আলোচনা সভায় সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়ালীউল্লাহ সহ অন্যান্য সদস্য এবং কিছু প্রতিবন্ধি শিশুরা উপস্থিত ছিলেন।