মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটের যমুনা নদীতে আড়াইশত বছরের পুরনো বারনীর স্নান শুরু হয়েছে। এ উপলক্ষে যমুনার তীরে মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার হাজারো পূণ্যার্থীর ঢল নেমেছে।
মঙ্গলবার( ২ এপ্রিল) সকাল ৯টা ৭মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের আড়াইশ বছরের পুরনো বারনীর স্নান। নিজেদের পাপ মোচন, দেহ পবিত্র ও আশা পূরণের আশায় মানিকগঞ্জ জেলাসহ পাবনা, রাজবাড়ি, ঢাকাসহ বিভিন্ন জেলার থেকে ভিড় করছে পূণ্যার্থীরা। তিথি অনুসারে চলবে আগামীকাল সকাল ১১টা ৯মি ৭ সেকেন্ড পর্যন্ত।
ফুল, ফল, বেল পাতা, কলা, ডাব ও পণ্ডিতের কাছে চণ্ডী পাঠ করে ত্রয়োদশী তিথিতে বারনীর স্নান করছে ভক্তরা। এ উপলক্ষে পুরো যমুনার পাড় উৎসবে রূপ নিয়েছে। শতাধিক স্টলে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে ৭ দিনব্যাপী বসেছেন নদীর পাড়ে বারনীর মেলা। ধর্মীয় এ স্নান নির্বিঘ্ন করতে পোশাকি পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকে পুলিশ।