মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবুকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে।
পরে মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা সাবেক কমান্ডার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সরকারী জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, জেলা সহকারী কমান্ডার আব্দুস সাত্তার ভুঁইয়া, সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, সাবেক ডেপুটি কমান্ডার এন. এম. শাহনেওয়াজ, দেউলাবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলী আকবর, ঘাটাইল ইউনিয়ন কমান্ডার রিয়াজুল হক কিরণ, ধলাপাড়া ইউনিয়ন কমান্ডার আব্দুল বাতেন সিকদার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু তার বক্তব্যে আগামীর ভবিষ্যৎ স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং একটি সুন্দর নিরাপদ আধুনিক ঘাটাইল রুপান্তর করতে সকলের সহযোগীতা কামনা করেন।