গত ৩১ মার্চ ফের নোয়াখালীর সুবর্ণচরে স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এ কর্মসূচির আয়োজন করেন।
এ কর্মসূচিতে মার্কসবাদী জেলা নেতৃবৃন্দ ও ছাত্রফ্রন্টের নেতাকর্মী ছাড়াও গত ৩০ ডিসেম্বর সুবর্ণচরে নির্যাতিতা নারী, তার স্বামী, সর্বশেষ নির্যাতিতার স্বামী ও সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, তথাকথিত গণতন্ত্রের আড়ালে ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে। ন্যায়বিচার না হওয়ায় এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে অপরাধীদের সখ্যতা থাকায় এসব জঘন্য ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বক্তারা সুবর্ণচর ও কবিরহাটের ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।