ভোলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ মার্চ) রাজাপুর ও চর এলাকায় যৌথভাবে অভিযান চালায় মৎস্য বিভাগ ও নৌপুলিশ। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৫ মিটার জালসহ ১৮ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।