রাজধানীর মিরপুর থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত হোমিও চিকিৎসককে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। বুধবার রাতে র্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করে।
ওই ঘটনায় জড়িত সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।