নিজস্ব প্রতিনিধি; মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোরবার দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংস্থার চেয়ারম্যান আনোয়ার ই তাসলিমার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়ালীউল্লাহ্,মেহেদী হাসান কল্লোল, ইলিয়াস রহমান তপন, প্রমুখ।
এ সময় চেয়ারম্যান আনোয়ার ই তাসলিমা বলেন, সমাজের যারা বিত্তবান তারা যদি অসহায় ও হতদরিদ্র রোগীদের চিকিৎসায় এগিয়ে আসে তবে হয়ত বিনা চিকিৎসায় আর জীবন দিতে হবেনা। গ্রামীণ নারী ও শিশুদের স্বাস্থ্যের উপর গুরুত্ব দিতে হবে।
ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়ালীউল্লাহ্ বলেন, আমরা আমাদের সামর্থমতো অসহায় রোগীদের পাশে নিয়মিত আছি। হানিফ উদ্দিন, বেবি, মতলব মিয়া, রিশাদ ইসলাম সহ ক্যান্সারে আক্রান্ত কিশোরী কলি সহ আরো অনেক রোগী আমাদের সংস্থার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা পেয়েছে। আপনারা হতদরিদ্রদের চিকিৎসা সেবায় সহায়তা করন।।
এ সময় সংসার পরিচালক সেলিনা আক্তার, আরিফুর রহমান, মেহেদী হাসান কল্লোল, সহকারী পরিচালক ইলিয়াস রহমান তপন প্রমুখ উপস্থিত ছিলেন।