সাঈদ বিন ইসলাম, জাবি প্রতিনিধি; সবাইকে কাঁদিয়ে অকালে না ফেরার দেশে চলে গেলেন জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের(জাবি) ৪৬তম আবর্তনের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী “ফারিহা নুসরাত জেরিন”।এতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে, ঢাকা সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসপাতাল সুত্রে জানা যায়, এলার্জির ইঞ্জেকশন এর ওভারডোজের কারনে তার ইন্টারনাল ব্লিডিং শুরু হয়। এই কারনে ১০ দিনে ৮০ ব্যাগ রক্তের প্রয়োজন ছিলো কিন্তু এই রক্ত যোগাড় হওয়ার আগেই আজ সকালে তিনি মারা যান।
ফারিহা নুসরাত জেরিনের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলায় কিন্তু পরিবারের সাথে ঢাকায় থাকতেন তিনি।
ফারিয়া নুসরাত জেরিন ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবিতে) ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
তার এই হঠাৎ অকাল মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।