লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় স্ত্রীর শরীরে আগুন দেওয়ার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের নিউপূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম রোজিনা বেগম (২০)। তার স্বামীর নাম আব্দুল্ল্যাহ (২৫)। তিনি মোমিন মিয়ার ছেলে।
পাটগ্রাম থানার ওসি মনসুর আলী জানান, মাগরিবের নামাজের আগে রোজিনা বেগম তার স্বামীকে আত্মীয় আসার খবর জানিয়ে বাড়ির টয়লেট ঠিক করতে বলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আব্দুল্ল্যাহ স্ত্রী রোজিনার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার গলার নিচ থেকে পা পর্যন্ত পুড়ে গেছে।
ওসি জানান, স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গৃহবধূকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।