শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় আদিবাসী এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩০ মার্চ সন্ধ্যায় নালিতাবাড়ির গারো পাহাড় এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে ৮ বছরের বয়সী বিথি দিউয়া। এসময় বাসায় কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে আদিবাসী যুবক কান্তি মারাক। পরে শিশুটির লাশ বাড়ির পাশের একটি জঙ্গলে ফেলে দেয় সে। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের নানা বাদী হয়ে কান্তি মারাকে আসামি করে নালিতাবাড়ি থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত কান্তি মারাককে মৃত্যুদণ্ড দেন আদালত।