নিজস্ব প্রতিনিধি; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যৌতুক না পেয়ে সানজিদা আক্তার (২১)নামের এক গৃহবধূ এবং তার মা’কে স্বামী ও স্বামীর পরিবার নির্মম নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার উপজেলার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে গৃহবধূ ও তার মা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, তিন বছর আগে আলমনগর গ্রামের মৃত শুকর মিয়ার ছেলে আইয়ুব আলির সঙ্গে সানজিদার বিয়ে হয়।
যৌতুকের জন্য আইয়ুব তাকে প্রায়ই গালমন্দ ও মারধর করতেন।
গত ৮ মার্চ সোমবার সকালে আইয়ুব বিদেশ যাবে বলে যৌতুক হিসেবে ৩ লাখ টাকা দেওয়ার জন্য সানজিদাকে চাপ দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তার গলায় রশি দিয়ে চেপে ধরেন। এ সময় তার দেবর আবু জুবাদইয়ের ও তাদের পরিবারের অন্যান্যরা সানজিদাকে বেদড়ক মারপিট করেন।
সানজিদার মা শিরিন খানম খবর পেয়ে মেয়েকে দেখতে আসলে আইয়ুব আলি, জুবায়ের ও তাদের পরিবারের অন্যান্যরা শিরিন খানমকে পিটিয়ে মাথা ফাটিয়ে মারাত্মক ভাবে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের গুরুতর অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি এ ঘটনায় উদ্ভেগ প্রকাশ করেছে। সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা বলেন, আজও সমাজে যৌতুকের অভিশাপে ভুগতে হয় গৃহবধূদের। আজ যৌতুকের ছোবলের মারাত্মক শিকার সানজিদা ও তার মা। সানজিদার ঘটনা জেনে নবীনগর থানার ওসির সাথে যোগাযোগ করা হয়। মামলার ব্যাপারে সংস্থার পক্ষ থেকে সানজিদাকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সানজিদা ও তার মাকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। আসামিদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’