ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে উন্নত চিকিৎসার জন্য আপাতত সিঙ্গাপুরে নেয়া সম্ভব হচ্ছে না। নুসরাতের অবস্থা ঝুঁকিপূর্ণ। ৫ ঘণ্টা জার্নি করে নুসরাতের মতো রোগীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া ঝুঁকির। অবস্থা স্থিতিশীল হলে তখন সিঙ্গাপুর নেয়া যেতে পারে বলে মত দিয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
সকাল সাড়ে ৯টায় ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের শারীরিক অবস্থা নিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ডাক্তারদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা।
এরপর সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাংবাদিকদের একথা বলেন নুসরাতের চিকিৎসার বিষয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের বলেন, আমরা সকাল ৯ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি মাদ্রাসা ছাত্রী রাফির সম্পর্কে। আমরা নুসরাতের সমস্ত চিকিৎসা সংক্রান্ত ডকুমেন্ট আদানপ্রদান করেছি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক তা দেখে আপাতত নুসরাতকে সিঙ্গাপুরে নেয়াটা ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছেন।