লৌহজং (মুন্সীগঞ্জ) : নিহত শিক্ষার্থী আছিয়া ছৈয়াল (১৬) লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। সে উপজেলার নওপাড়া গ্রামের আলমগীর ছৈয়ালের মেয়ে। নওপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ডা. মোসলেম খান মন্টু জানান, প্রথম সাময়িক পরীক্ষা দিতে আছিয়া বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে নওপাড়া বাজারের সামনে বেইলি ব্রিজের ওপর ইটবোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে তার সহপাঠী ও বিক্ষুব্ধ এলাকাবাসী লৌহজং-নওপাড়া সড়ক অবরোধ করে। তারা ট্রাকচালক দীন ইসলামসহ ট্রাকটি আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, গত বছর একই ব্রিজের ওপর আলুর ট্রাকের চাপায় আছিয়ার দাদির মৃত্যু হয়েছিল।