মো: আ: হামিদ টাংগাইল জেলা প্রতিনিধি: টাংগাইলের কালিহাতীতে পাইকড়া মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আখতার হোসেন খান।
মঙ্গলবার সকালে টাংগাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আখতার হোসেন খান।
লিখিত বক্তব্য তিনি বলেন, আমি দীর্ঘ ১৫ বছর ধরে এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছি। কিন্তু ২ বছর পূর্বে পূণরায় ক্ষমতায় আসার পর অত্র এলাকার একটি কুচক্র মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল রোববার শিক্ষক নিয়োগের অভিযোগ এনে অত্র এলাকার মৃত শামসুল হকের ছেলে কার্জন, মৃত সুলতান খানের ছেলে মনির খান, গোলাম খানের ছেলে জুয়েল খান ও ধৈনা মন্ডলের ছেলে মিনহাজ আলীর নের্তৃত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর কক্ষ তালা দিয়ে শিক্ষার্থীদের বের করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মানববন্ধন করেন। এ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।