শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুর সদর উপজেলার সন্ন্যাসীরচর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ শাহীন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে উপজেলার কামারেরচর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহীন ওই এলাকার মৃত শেখ ফরিদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই (উপপরিদর্শক) মো. মোস্তাফিজুর রহমান ও এএসআই (সহকারী উপপরিদর্শক) ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শাহীন মিয়াকে সন্দেহ হলে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করলে তার কাছে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন পাওয়া যায়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহীন অস্ত্র ব্যবসার সাথে জড়িত কি না বা এই চক্রের সাথে জড়িতদের ব্যাপারে খতিয়ে দেখছে পুলিশ।
এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।