অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি;পার্বত্য অঞ্চলের পাহাড়ীদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসুক, সাংগ্রাই ও বিজু- এককথায় ‘বৈসাবি উৎসব শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বৃহত্তর জনসংখ্যা চাকমা। আজ চাকমা সম্প্রদায়দের ফুল বিঝু আর মারমা সম্প্রদায়দের পাইংছোয়ে ।
ভোরের আলো দেখার সাথে সাথে শিশু-কিশোর, তরুন-তরুনীসহ বিভিন্ন বয়সী আদিবাসীরা বিভিন্ন এলাকা থেকে ফুল সংগ্রহ করে নতুন নতুন রংবে রংঙে পোশাক পরিধান করে চেঙ্গীনদী ও খাগড়াছড়ির বিভিন্ন খালে বৌদ্ধকে স্মরন করে ফুল পানিতে ভাসিয়ে দিয়ে তারা গঙ্গাদেবীর উদেশ্যে পূজা করে। শিশু কিশোররা আনন্দ উল্লাসে, নদীতে ¯œান করে ফুল বিজু উদযাপন করে। চাকমা, মারমা ও ত্রিপুরা আদিবাসীরা উৎসবের প্রথম দিনে ফুল দিয়ে ঘর সাজায়।
গতকাল সকাল ৯টায় সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালীতে বিভিন্ন আদিবাসী ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয়।
এ উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন গ্রাম মহল্লা,শহর শহরতলীতে ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়দের “দ” খেলা ত্রিপুরাদের গড়াইয়া নৃত্যসহ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। পাহাড়ীরা পেছনের অতীত ভুলে গিয়ে উৎসব মুখরতায় পরিবেশে বৈসাবি উৎসব পালন করছেন।