নিজস্ব প্রতিনিধি; বাংলা নববর্ষ ১লা বৈশাখ উপলক্ষে মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি বিনামুল্যে চক্ষুশিবিরের আয়োজন করেছে।
আজ ১লা বৈশাখ রবিবার রাজধানীর মিপুরের কাফরুলে হাজী আশরাফ আলি হাইস্কুলে চক্ষুশিবির কেন্দ্রে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক দল।
সংস্থার চেয়ারম্যান আনোয়ার -ই-তাসলিমা বলেন, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। আমাদের চিকিৎসা সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে চক্ষু শিবির আয়োজন, বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, দুর্যোগকালীন স্বাস্থ্য সহায়তা, ছিন্নমুল শিশু ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সেবা সহায়তা প্রদান।
এ সময় সংস্থার চেয়ারম্যান আনোয়ার -ই-তাসলিমার সভাপতিত্বে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এস এম জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
চিকিৎসা সেবা গ্রহণ শেষে রোগীরা সন্তষ্টি প্রকাশ করে এ সেবা আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।