শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের শ্রীবরদীতে মাদ্রাসাপড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার নববর্ষের দিন উপজেলার তাঁতিহাটী ইউনিয়নের ভটপুর গ্রামে এ ঘটনা ঘটে। বলাৎকারের শিকার ওই শিক্ষার্থী ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র (১০)।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।