নিজস্ব প্রতিনিধি ; ক্যান্সারে আক্রান্ত আনোয়ারা বেগমের পাশে দাঁড়ালেন মানবাধিকার সংস্থা ও এনজিও “সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি”র ফেনী জেলা শাখা কমিটি ।
ফেনীর মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারা বেগম ফেনীর ধর্মপুর গ্রামের নুরুল আমিনের স্ত্রী।
আনোয়ারার শরীরে রক্তের প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সংস্থার ফেনী জেলা শাখার উপদেষ্টা আলহাজ হুমায়ুন কবির, সভাপতি রোটারিয়ান মিজানুর রহমান রাজু, সেক্রেটারি আফজাল উদ্দিন রাসেল আনোয়ারা বেগমের জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করেন।
মিজানুর রহমান রাজু বলেন, আমাদের সংস্থার পক্ষ হতে বিভিন্ন সময় রক্ত, গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার ব্যাবস্থা, অন্যায়ের বিরদ্ধে সামাজিক আন্দোলন, খুন, ধর্ষণের বিরদ্ধে মানববন্ধন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করা হয়।