টাংগাইল জেলা প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাংগাইলের মির্জাপুর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল সহ মো. মিজান(৩৮) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের একটি বিশেষ টিম বুধবার (১৭ এপ্রিল) ওই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মিজান মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের ফহিম উদ্দিনের ছেলে।
টাংগাইল জেলা গোয়েন্দা শাখা(ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, গোপনে সংবাদ পেয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের (বিপিএম) নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই প্রকাশ চন্দ্র সরকার, এসআই বিদ্যুৎ কুমার মজুমদার, এএসআই মো. মহসিন উদ্দিন, কনস্টেবল মো. সোহাগ হোসেন, মো. তারিকুল ইসলামের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে ওই টিম মহাসড়কের উত্তর পাশের ওর্য়াকসপের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।