ঝিনাইদহে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শহরের আলহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করে। বিষয়টি অভিভাবকদের জানালে তারা বুধবার (১৭ এপ্রিল) দুপুরে স্কুল ঘেরাও করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে সদর থানায় সালামকে আসামি করে একটি মামলা করে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত সালামের বিরুদ্ধে একাধিক যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।