আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে রিতুও ছোয়া নামে দুই চাচাতো বোনের মৃত্যু
হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিতু (৫) ওই গ্রামের মোহনের মেয়ে ও ছোয়া (৬) সুমনের মেয়ে। দুইজনে সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয়রা জানান, উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মোহন ও সুমনের মেয়ে বাড়ির কাউকে না বলে একসঙ্গে পাশের যমুনা নদীতে গোসল করতে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অভিভাবকরা তাদের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে।
পরে যমুনা নদীতে গেলে দুই শিশুর একজনের মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে অপর জনের মরদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।